
ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ০৮ জুলাই ২০২১ | প্রিন্ট
গাজীপুরে একটি বিল থেকে দুজনের অর্ধগলিত গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদের দুজনেরই গলা কাটা এবং একজনের দুই পা রশি দিয়ে বাঁধা ছিল।
বুধবার রাতে গাজীপুর সিটি কর্পোরেশনের আমবাঘ পূর্বপাড়া এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া না গেলেও তাদের বয়স আনুমানিক ৫০ ও ৩৫ বছর। এর মধ্যে একজনের পরনে লাল গেঞ্জি ও জিন্স প্যান্ট এবং অপরজন বিবস্ত্র অবস্থায় ছিল।
কোনাবাড়ি থানার এসআই শাখাওয়াত ইমতিয়াজ জানান, আমবাঘ পূর্বপাড়া এলাকায় একটি বিল পাশের তুরাগ নদীর সঙ্গে মিশে গেছে। বুধবার রাতে বিলের পানিতে দুটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে লাশ দুটি উদ্ধার করে পুলিশ।
তিনি আরো জানান, লাশ দুটিতে পচন ধরেছে। কয়েকদিন আগে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাদের গলা কেটে হত্যার পর বিলের পানিতে ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে। তাদের পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) খবর দেওয়া হয়েছে।
Posted ৮:৪০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ জুলাই ২০২১
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar