অনলাইন ডেস্ক | ১৮ জুন ২০১৮ | ১১:১৮ পূর্বাহ্ণ
সঙ্গে ছিল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ৷ শুধুমাত্র সেই কারণেই শিশুসহ মাকে বিমানে তুলতে অস্বীকার করলেন পাইলট, এবার এমনই অভিযোগ উঠল সিঙ্গাপুরের এক বিমান সংস্থার বিরুদ্ধে ৷
দিব্যা জর্জ নামে সেই মহিলার অভিযোগ, পাঁচ বছরের শিশুকন্যা নিয়ে সিঙ্গাপুরের স্কট এয়ারলাইনে যাত্রা করার কথা ছিল তাঁর ৷ ছুটি কাটাতে ফুকেত যাচ্ছিলেন তাঁরা ৷ নির্দিষ্ট সময়ের থেকে ১ ঘণ্টা দেরিতে ছাড়ে বিমান ৷ দিব্যার শিশুকন্যার ওজন মাত্র ৮.৫ কেজি ৷ আকারে ১ বছরের শিশুর মতো দেখতে ৷ বিমানে উঠে বারবার সিটের পাশের দিকে চলে যাচ্ছিল সে ৷ এমনকী বারবার নিজেই নিজেকে আঘাত করছিল ৷
এরপরেই বিমান ছাড়ার কিছুক্ষণ আগে ওই এয়ারলাইনের পাইলট এসে শিশু-সহ মাকে বিমানে নিতে আপত্তি জানায় ৷ তারা জানায়, ওই শিশুর কোনও দায়িত্ব নিতে তারা অপারগ ৷ তাই বিমান থেকে নেমে যেতে হবে দিব্যাকে ৷
এই ঘটনার পরেই পুরো ঘটনাটি ফেসবুকে লিখে এর প্রতিবাদ জানান দিব্যা ৷ মুহূর্তের মধ্যে ভাইরাল হয় তার পোস্টটি ৷ যদিও সেই পোস্টের উত্তরে এখনও স্কট এয়ারলাইনের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷