অনলাইন ডেস্ক | ২১ অক্টোবর ২০১৭ | ৫:০৭ অপরাহ্ণ
১৪ বছর তিনি দেশ শাসন করেছেন। এর মধ্যে টানা শাসন ক্ষমতার কেন্দ্রে প্রায় ৯ বছর। বর্তমানে এত দীর্ঘ সময় কোনো দেশের শাসন ক্ষমতায় আর কোনো নারীর থাকার নজির নেই। তাই বর্তমান বিশ্বে সবচেয়ে দীর্ঘস্থায়ী নারী শাসক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদমাধ্যম গার্ডিয়ান এক প্রতিবেদনে এমনটিই জানিয়েছে।
গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, বর্তমান বিশ্বে নারী সরকার প্রধান ১২ জন। এর সঙ্গে তাইওয়ানকে যুক্ত করলে এ সখ্যা হবে ১৩ (তাইওয়ানকে অবশ্য চীনের অংশ মনে করা হয়)। ১২ জন নারী সরকার প্রধানের মধ্যে ৬ জনই ইউরোপীয় দেশগুলোর। অপর দু’জন দক্ষিণ আমেরিকার। বাকিগুলো অন্যান্য দেশের। এই হিসাবে বিশ্বের ৭ ভাগ দেশ পরিচালিত হচ্ছে নারীদের নেতৃত্বে।
প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনা টানা দুই মেয়াদসহ ১৪ বছর ধরে (গার্ডিয়ান ১৩ বললেও, প্রকৃতপক্ষে ১৪) ক্ষমতায় আছেন। শাসনকালের দিক থেকে শেখ হাসিনার পরই রয়েছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। তিনি ১১ বছর ধরে ক্ষমতায়। দক্ষিণ আফ্রিকার দেশ লাইবেরিয়ার নেত্রী এলেন জনসন সিরলিফ। আফ্রিকার প্রথম এই নারী সরকার প্রধান ১১ বছর ধরে দেশটির প্রেসিডেন্ট পদে আছেন। চিলির প্রেসিডেন্ট পদে মিশেল ব্যাচেলেট দায়িত্ব পালন করছেন ৭ বছর ধরে, নরওয়ের প্রধানমন্ত্রী পদে আর্না সোলবার্গ ৪ বছর, নামিবিয়ার প্রধানমন্ত্রী সারা কুগনগেলওয়া ২ বছর ধরে ক্ষমতায় আছেন।
পরবর্তী নারী সরকারপ্রধানদের ক্ষমতায় আছেন মাত্র ১ বছর ধরে। এরা হলেন, মার্শাল আইল্যান্ডের প্রেসিডেন্ট হিল্ডা হেইন, পোল্যান্ডের প্রধানমন্ত্রী বিটা জিদলো , সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট ডরিস লিউথার্ড, ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে, সার্বিয়ার প্রধানমন্ত্রী আনা বরনাবিক , পেরুর প্রধানমন্ত্রী মার্সিডিজ আরাও।