
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১০ জানুয়ারি ২০২০ | প্রিন্ট
টঙ্গীর তুরাগ তীরে শুরু হওয়া বিশ্ব ইজতেমায় ২ মুসল্লির মৃত্যু হয়েছে। মৃত দুজন হলেন- সিরাজগঞ্জের কাজীপুর থানার পাটাক এলাকার খোকা মিয়া (৬০) ও চট্টগ্রামের পটিয়া থানার কৈয়গ্রাম এলাকার (৭০)।
বৃহস্পতিবার দিবাগত রাতে বার্ধক্যজনিত কারণে তারা মারা যান।
এছাড়া গতকাল সকালে বিশ্ব ইজতেমায় যোগ দিতে আসা ইয়াকুব আলী (৮৫) নামে এক মুসল্লি মারা যান। তিনি গোপালগঞ্জের কোটালীপাড়া থানার নাখিলপাড়া এলাকার হাশেম আলীর ছেলে।
বুধবার বাদ মাগরিব আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আগামী রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।
Posted ১০:৩৬ পূর্বাহ্ণ | শুক্রবার, ১০ জানুয়ারি ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar