আজকের অগ্রবাণী ডেস্ক | ১১ ডিসেম্বর ২০১৭ | ৮:১৪ অপরাহ্ণ
আজ বিসিবির সভায় অধিনায়ক পরিবর্তন ছাড়াও গঠিত হয়েছে বিভিন্ন স্ট্যান্ডিং কমিটি। যেখানে বিসিবির গুরুত্বপুর্ণ পদে আনা হয়েছে রদবদল। মোট ২১টি কমিটির মধ্যে পরিবর্তন আনা হয়েছে ৭টিতে। বাকি ১৩টি কমিটিই অপরিবর্তিত আছে। ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান পদেই বহাল রয়েছেন সাবেক অধিনায়ক আকরাম খান, ভাইস চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন। ওয়ার্কিং কমিটির চেয়ারম্যান করা হয়েছে এনায়েত হোসেন সিরাজকে।
টুর্নামেন্ট কমিটির প্রধান হয়েছেন গাজী গোলাম মর্তুজা। আগে তিনি সিসিএম প্রধান ছিলেন। এদিকে গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান হয়েছেন মাহবুব আনাম। সাবেক কমিটিতে তিনি হাই পারফরম্যান্স (এইচপি) প্রধান ছিলেন। তাকে সরিয়ে এইচপি চেয়ারম্যান করা হয়েছে বাংলাদেশ ক্রিকেটের প্রথম টেস্ট অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়কে।
আর আম্পারস কমিটির চেয়ারম্যান হয়েছেন স্বপন চৌধুরী। আগের কমিটির প্রধান ছিলেন প্রয়াত নাজমুল করিম টিংকু।
বাকি ১৩ কমিটির প্রধানরা হলেন:
*ওয়ার্কিং কমিটি-এনায়েত হোসেন সিরাজ
*ক্রিকেট অপারেশন্স-আকরাম খান
*ফিনান্স-আফজালুর রহমান সিনহা
*ডিসিপ্লিনারি-আ জ ম নাসির উদ্দিন
*গেম ডেভেলপমেন্ট-খালেদ মাহমুদ সুজন
*সিকিউরিটি-মঞ্জুর কাদের
*ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট-লোকমান হোসেন ভুঁইয়া
*এজ লেভেল(বয়স ভিত্তিক)-তানজিল চৌধুরী
*মেডিক্যাল কমিটি-সৈয়দ আশফাকুল ইসলাম
*টেন্ডার অ্যান্ড পারচেজ কমিটি (অ্যাড)-আনোয়ারুল ইসলাম
*মিডিয়া-মো: জালাল ইউনুস
*অডিট-শওকত আজিজ রাসেল
*লজিস্টিকস অ্যান্ড প্রোটোকল-ইসমাইল হায়দার মল্লিক
*শারিরীক প্রতিবন্ধী-নাম ঘোষিত হয়নি