অনলাইন ডেস্ক | ২৩ সেপ্টেম্বর ২০১৭ | ৯:০২ অপরাহ্ণ
ছোট পর্দার প্রিয়মুখ নাদিয়া খানম। নাটক, বিজ্ঞাপন ও শর্টফিল্ম সব মাধ্যমেই সমান বিচরণ তার। রুপালি পর্দায় এসেই মন কেড়েছেন অসংখ্য ভক্তের। সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় জানিয়েছেন অভিনয়, ব্যস্ততা, এমনকি বিয়ে নিয়ে ভাবনা।
এ অভিনেত্রীর একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য হিরো’ মুক্তি পেয়েছে ইউটিউবে। এ বিষয়ে তিনি বলেন, ‘দ্য হিরো’ আমার অভিনীত তৃতীয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। কাজটি করে মনে হয়েছে, প্রতিটি মানুষের ‘হিরো’ চরিত্রগুলোর মতো হওয়া উচিৎ। দর্শকদের কাছে দারুণ সাড়া পাচ্ছি। এ ধরনের কাজ আরো বেশি বেশি হওয়া প্রয়োজন।
তিনি বলেন, এখন টেলিছবিতে বেশি কাজ করছি। সাজ্জাদ সুমন পরিচালিত ‘ছলে বলে কৌশলে’, অরণ্য ইমনের পরিচালনায় ‘ফ্যামিলি ফ্যান্টাসি’ নামে দু’টো ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে। নাটকগুলো থেকে বেশ সাড়া পাচ্ছি। এছাড়া আরো বেশ ক’টি ধারাবাহিকের কাজ হাতে রয়েছে। পূজা উপলক্ষে বেশ কিছু বিজ্ঞাপন ও বিলবোর্ডেও কাজ করেছি। এর মধ্যে রঙ, আমিন জুয়েলার্সসহ বেশ কিছু ম্যাগাজিনের কাজ করা হয়েছে।
চলচ্চিত্রে নাম লেখানো প্রসঙ্গে বলেন, চলচ্চিত্রে কাজের ইচ্ছে আছে। তবে ভালো গল্প পাচ্ছি না। গল্পের অপেক্ষাতেই আছি বলতে পারেন। ভালো গল্প পেলে এখনই অভিনয় করতে চাই। তবে আপাতত ভিন্নধারার ছবিতে কাজের আগ্রহটা বেশি। যেখানে আমার নিজেকে মেলে ধরার সুযোগটা থাকবে; চরিত্রটি ফুটিয়ে তোলার জায়গা থাকবে।
বিয়ে প্রসঙ্গে বলেন, বিয়ে নিয়ে এখন কিছু ভাবছি না। বিয়েটা আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি। আল্লাহ চাইলে যেকোনো সময় বিয়ে হতে পারে। ভবিষ্যতে অভিনয়টাই করে যেতে চাই। স্বপ্ন দেখি জাতীয় চলচ্চিত্র পুরস্কার হাতে নেয়ার।