অনলাইন ডেস্ক | ২০ জুন ২০১৮ | ৬:০০ পূর্বাহ্ণ
প্রেম-বিয়ের গুঞ্জন নিয়ে নানা সময় খবরের শিরোনামে এসেছেন ‘বাহুবলী’ খ্যাত তারকা প্রভাস ও আনুশকা শেঠি। কিন্তু তারা দু’জন নিজেদের সম্পর্কের বিষয়টি নিয়ে এর আগে প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া জানাননি।
গত কয়েকদিন ধরে ভারতীয় বেশকিছু সংবাদমাধ্যমে প্রভাস ও আনুশকার বিয়ের সম্ভাব্য দিনক্ষণ ও বিস্তারিত জানিয়ে প্রতিবেদন প্রকাশ করা হচ্ছিলো। ফলে এই গুঞ্জন নিয়ে প্রতিক্রিয়া জানালেন তারা।
আনুশকা জানান, প্রভাস তার ভালো বন্ধু। তিনি স্পষ্টভাবে বলছেন তারা বিয়ে করছেন না। আনুশকা আরও জানান, তিনি এখন বিয়ের প্রয়োজন বোধ করছেন না।
অন্যদিকে, প্রভাস জানিয়েছেন এটি একটি ব্যক্তিগত বিষয় এ নিয়ে তিনি কিছু বলতে চান না। যদি তাদের মধ্যে এমন কিছু ঘটে তাহলে তিনি তা অবশ্যই সবাইকে জানাবেন।
‘সাহো’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রভাস। এতে তার বিপরীতে অভিনয় করছেন শ্রদ্ধা কাপুর।