অনলাইন ডেস্ক | ০৩ নভেম্বর ২০১৭ | ৫:৩৯ অপরাহ্ণ
টাঙ্গাইলের মির্জাপুরে বিয়ের দাবিতে পাঁচ দিন ধরে প্রেমিকের ঘরে ছুরি হাতে অবস্থান করছে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রী।
সে ঘরের সিলিংফ্যানের সঙ্গে ওড়না বেঁধে রেখে এবং হাতে চাকু নিয়ে আত্মহত্যার হুমকি দিয়ে যাচ্ছে।
উপজেলা প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা তাকে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। তার সাফ কথা- বিয়ে না হলে আত্মহত্যা।
গত সোমবার থেকে উপজেলার আজগানা ইউনিয়নের আজগানা গ্রামে হেলাল উদ্দিনের বাড়িতে এ ঘটনা চলছে।
ছাত্রীর দাবি, হেলাল উদ্দিনের পুত্র কলেজ পড়ুয়া রবিন তার প্রেমিক।
জানা গেছে, বছরখানেক আগে রবিনের সঙ্গে একই উপজেলার বাশতৈল নয়াপাড়া গ্রামের অষ্টম শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তাদের মধ্য ঘনিষ্ঠতা হয়।
গত কয়েক মাস ধরে স্কুলছাত্রী বিয়ের কথা বললে রবিন এতে আপত্তি জানায়।
এর পর সোমবার বিয়ের দাবিতে প্রেমিকা রবিনের বাড়িতে গিয়ে ঘরের কলাপসিবল গেটে তালা লাগিয়ে ভেতরে অবস্থান নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিয়ের দাবি না মানলে আত্মহত্যার হুমকি দিয়ে যাচ্ছে ওই ছাত্রী।
সে রবিনের ঘরের দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে ওড়না বেঁধে এবং হাতে চাকু নিয়ে আত্মহত্যার হুমকি দিয়ে যাচ্ছে।
স্কুলছাত্রী ঘরের ভেতর থেকে চিরকুট লিখে জানিয়েছে, রবিনের সঙ্গে বিয়ে না হলে সে আত্মহত্যা করবে।
মির্জাপুরের বাঁশতৈল পুলিশ ফাঁড়ির এসআই ফয়সাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছেন সহকারী কমিশনার (ভূমি) আজগর হোসেন। তিনি ওই ছাত্রীর সঙ্গে কথা বলেও তাকে বোঝাতে পারেননি।
এ ব্যাপারে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন জানান, ঘটনাটি মীমাংসার জন্য আজগানা ও বাঁশতৈল ইউনিয়ন চেয়ারম্যানকে দায়িত্ব দেয়া হয়েছে।