আজকের অগ্রবাণী ডেস্ক: | ০৬ আগস্ট ২০১৭ | ১:৩৩ অপরাহ্ণ
মাত্র কয়েক ঘণ্টা হয় বিয়ে হয়েছে। আলো ঝলমলে বিয়েবাড়িতে উৎসবের রেশ তখনও কাটেনি। কিন্তু এরই মধ্যে একটা কাণ্ড ঘটিয়ে ফেললেন নববধূ। আসলে নেশাটা একটু বেশিই হয়ে গিয়েছিল। দিগ্বিদিক জ্ঞান হারিয়ে বরের মাথাতেই বন্দুক ঠেকালেন। ট্রিগারও টিপলেন।
তারপর ভাগ্য জোরেও বেঁচে গেছেন বর জেমস বার্টন। কারণ, বন্দুকে তখন গুলি ছিল না। এ কারণে এবারের মতো বেঁচে গেলেন বর বেচারা!
ঘটনাটি আমেরিকার টেনেসি অঙ্গরাজ্যের। একটি মোটেলে বিয়ের অনুষ্ঠান চলার সময় মদের নেশায় বুদ হয়ে যান কনে কেট এলিজাবেথ প্রিচার্ড (২৫)। হঠাৎ করে নিজের ওয়েডিং গাউন থেকে বন্দুক বার করে জেমসের মাথা লক্ষ করে ট্রিগার টিপে দেন।
তখন ৯ মিলিমিটারের ওই হ্যান্ডগানটিতে গুলি ভরা ছিল না। নিশানা ব্যর্থ হওয়ায় ফের বন্দুকে গুলি ভরেন কেট। কিন্তু এবার নিশানা জেমস নন। এরপর ওপরের দিকে তাক করে গুলি ছোড়েন তিনি।
শেষে পুলিশ এসে উদ্ধার করে জেমসকে। আর কেট! মধুচন্দ্রিমার মায়া ত্যাগ করে তাকে এখন জেলে সময় কাটাতে হচ্ছে।