অগ্রবাণী ডেস্ক: | ০৪ এপ্রিল ২০১৭ | ৪:০৫ অপরাহ্ণ
রাসিক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল এবং হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছের দ্বিতীয় দফার সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করে দিয়েছেন হাই কোর্ট।
তাদের আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি আতাউর রহমান খানের হাই কোর্ট বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেয়।
তাদের সাময়িক বরখাস্তের ওই আদেশ কেন ‘আইনগত কর্তৃত্ব বহির্ভূত হবে না’- তা জানতে চেয়ে রুলও জারি করেছে আদালত।
একই বেঞ্চ আগের দিন সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরীর বরখাস্তের আদেশও স্থগিত করেছিল।
-এলএস