অগ্রবাণী ডেস্ক: | ২৮ মার্চ ২০১৭ | ৯:৫৭ অপরাহ্ণ
বৃষ্টির কারণে শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ওয়ানডে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রনগিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলংকার ব্যাটিংয়ের পর মুষলধারে বৃষ্টি নামে।
শেষ পর্যন্ত পরিত্যক্ত ঘোষণা করা হয় দ্বিতীয় ওয়ানডে। তিন ম্যাচ সিরিজে এখনও ১-০ তে এগিয়ে আছে সফরকারী টাইগাররা।
বৃষ্টির আগে কুশাল মেন্ডিসের শতরানের (১০২) সুবাদে ৪৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৩১১ রান করে শ্রীলংকা। বাংলাদেশের হয়ে শেষ ওভারে হ্যাটট্রিক করেন পেসার তাসকিন আহমেদ।
-এলএস