অগ্রবাণী ডেস্ক | ০১ মার্চ ২০১৭ | ১০:২৬ অপরাহ্ণ
২টি টেস্ট, ৩টি ওয়ানেড ও ২টি টি-২০ ম্যাচ খেলতে এখন শ্রীলংকায় অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী ৭ মার্চ শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ।
তবে তার আগে একটি প্রস্তুতি ম্যাচে বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় মাঠে নামবে টাইগাররা। শ্রীলংকার মোরাতুয়া ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
গত ২৭ ফেব্রুয়ারি দুপুরে শ্রীলংকার উদ্দেশে ঢাকা ছাড়ে বাংলাদেশ। ২১ ফেব্রুয়ারি টেস্টের জন্য মুশফিকুর রহিমকে অধিনায়ক করে ১৬ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশ টেস্ট দল
মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুমিনুল হক, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শুভাশীষ রায়, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান ও কামরুল ইসলাম রাব্বী।
এলএস/অগ্রবাণী