
| রবিবার, ২১ ফেব্রুয়ারি ২০২১ | প্রিন্ট
মুন্সিগঞ্জের লৌহজংয়ে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (২১ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পদ্মা সেতুর নতুন টোল প্লাজার সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সুজন বাঘা (২৭), ফরমান হাওলাদার (২০)। সুজন শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার জয়নগর গ্রামের সাত্তার বাঘার ছেলে এবং ফরমান একই গ্রামের কাদের হাওলাদারের ছেলে।
মাওয়া ফাঁড়ির টিআই সোহরাব হোসেন জানান, ঢাকা থেকে শরীয়তপুরগামী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা সেতুর নতুন টোল প্লাজার সামনে এক্সপ্রেসওয়েতে পড়ে যায়। মোটরসাইকেলটির ৩-৪ হাত দূরে বিআরটিসির একটি বাস ছিল। বাসটি ব্রেক না চেপে মহাসড়কে পড়ে থাকা দু’জনের ওপর দিয়ে চলে যায়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তারা নিহত হন।
হাসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. গোলাম মোস্তফা জানান, মরদেহ ফাঁড়িতে রাখা হয়েছে। নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। বাসটি আটক করে ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।
Posted ৩:১৫ অপরাহ্ণ | রবিবার, ২১ ফেব্রুয়ারি ২০২১
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar