অনলাইন ডেস্ক | ০৬ এপ্রিল ২০১৭ | ৯:২৪ অপরাহ্ণ
বৈশাখী উৎসব সামনে রেখে বর্ণীল আয়োজনের পসরা সাজিয়েছে দেশীয় ফ্যাশন হাউসগুলো। প্রতিটি হাউসেই রয়েছে রকমারি বৈশাখী পোশাক। ফ্যাশন সচেতনতার পাশাপাশি এসব পোশাক বৈশাখী সাজেও আনবে ভিন্নতা।
কোন অনুষঙ্গে পহেলা বৈশাখকে খুঁজে পাওয়া যায় সবচেয়ে বেশি? উত্তরে নির্দ্বিধায় বলা যায় পোশাকের কথা….. তাই তো বর্ষবরণে দেশীয় ফ্যাশন হাউসগুলো শতরঙে আর নকশায়।
রুদ্র বৈশাখ ভাবনায় নিয়ে ফ্যাশন হাউস আড়ং এনেছে নতুন নকশার পোশাক। গুরুত্ব দিয়েছে লোক আঙ্গিকের ওপর।
নতুন নকশা নিয়ে প্রতিযোগিতায় পিছিয়ে নেই রঙ, অন্যমেলা, সাদাকালো, অঞ্জনস, বাংলার মেলা, দেশালসহ অন্যান্য হাউসগুলোও। কেউ এনেছে লুডুর নকশায় বাহারি পোশাক, কেউ বা এনেছে সন্দেশের নকশা।
তবে শুধু লাল-সাদার মধ্যেই সীমিত নয় এবারের বৈশাখের পোশাক। পোষাকে থাকবে বাহারী রঙের মিশ্রণও।