| ২২ জানুয়ারি ২০২১ | ২:৫৬ অপরাহ্ণ
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের ২য় ম্যাচে আজ শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ। এর আগে টস জিতে ব্যাটিং এ নেমেছে ওয়েস্ট ইন্ডিজ দল।
ফিল্ডিংয়ে নেমেই নিজের ৩য় ওভারের প্রথম আঘাত হানলেন মোস্তাফিজ। এর পর মিরাজ ও সাকিবের নিয়ত্রিত বোলিংয়ের তোপেরমুখে আসা -যাওয়ায় ব্যস্ত ওয়েস্ট ইন্ডিজ ব্যটসম্যানরা। মেহদী মিরাজ নেন ৩ উইকেট। ১৪৮ রানে শেষ হয় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। বাংলাদেশের জিততে ১৪৯ রান দরকার।
সাধারণত বাংলাদেশে ডে-নাইট ম্যাচ শুরু হয় দুপুর একটা বা দেড়টার দিকে। কিন্তু কুয়াশার কথা মাথায় রেখে এবারের ওয়ানডে সিরিজ শুরুর সময় বেলা সাড়ে ১১টায় নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সে হিসেবে টস হয়েছে বেলা ১১টায়। উইকেট ও আবহাওয়ার কথা মাথার রেখে নতুন ওয়ানডে অধিনায়ক তামিম বুধবার ম্যাচ দিয়েই দেশের ১৫ তম ওয়ানডে অধিনায়কের দায়িত্ব পালন করছেন তামিম ইকবাল। যদিও তিনি নেতৃত্ব পেয়েছিলেন বেশ আগেই। কিন্তু করোনার কারণে দীর্ঘ সময় টাইগাররা আন্তর্জাতিক ক্রিকেটে বাইরে থাকায় নিজের দায়িত্ব বুঝে নিতে পারেননি এ ওপেনার।