আলফাডাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধি | ১৫ জুলাই ২০১৭ | ১১:৪০ অপরাহ্ণ
গত ১৩ জুলাই বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের সহস্রাইল বাজারে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন হয়েছে। উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার রওশন আরা পলির সভাপতিত্বে ও শেখর ইউনিয়নের চেয়ারম্যান মো. ইসরাফিল মোল্লা এবং অধ্যাপক মো. মাহিদুল হকের যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য দেন, ডাচ্-বাংলা ব্যাংকের বরিশাল রিজিওনের এ.ভি.পি এন্ড আর.এম. জাফর আহম্মেদ, প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান এম.এম মোশাররফ হোসেন ওরফে মুশা মিয়া, বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, সহস্রাইল বাজার বণিক সমিতির সভাপতি মো. চুন্নু বিশ্বাস, প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আমিনুর ইসলাম প্রমুখ।
এছাড়াও রুপাপাত ইউপি চেয়ারম্যান মো. আজিজার মোল্যাসহ সাংবাদিক,শ্রমজীবি, ব্যবসায়ী, কৃষক, দিনমজুর, শিক্ষক, আওয়ামীলীগ, শ্রমিকলীগ, যুবলীগ ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা কমান্ড, নারীনেত্রী, অন্যান্য দলের নেতৃবৃন্দ, ক্যাব উপজেলা শাখার নেতৃবৃন্দ সহ বিভিন্ন সামাজিক সংগঠন ও সুশীল সমাজের ব্যক্তিসহ হাজার হাজার লোকের সমাবেশ হয়েছে। আলোচনা শেষে ফিতা কেটে ব্যাংকটি উদ্বোধন করা হয়েছে।