অনলাইন ডেস্ক | ০১ নভেম্বর ২০১৭ | ১০:২৭ অপরাহ্ণ
মহিলাদের বিরুদ্ধে মর্যাদাহানিকর ও অশ্লীল কাজ এখন বহুল পরিচিত। মাঝেমাঝেই ইন্টারনেটে তার প্রকাশ পাওয়া যায়৷ এবার মেয়েদের স্কার্ট নিয়ে উঠল বিতর্ক। রাশিয়ার এক ছাত্রী নিজের স্কার্ট তুলে বিতর্কে জড়িয়েছেন।
তাঁর নাম আন্না ডোভগালউক৷ তিনি পাব্লিক অ্যাকটিভিস্ট৷ ব্যস্ত সেন্ট পিটার্সবার্গ সাবওয়েতে তিনি নিজের স্কার্ট তুলে ‘আপস্কার্টিং’ আইনের বিরোধিতা করেছেন৷ এর একটি ভিডিও সোশ্যাল সাইটে ভাইরাল হয়ে গিয়েছে৷ তিনি একটি লাল পোশাক পরেছেন৷ সেটি রাস্তার মধ্যে তুলে অন্তর্বাস দেখিয়েছেন তিনি৷ এটিই তাঁর নীরব প্রতিবাদ৷
সেন্ট পিটার্সবার্গ অন্যতম ব্যস্ত সাবওয়ে হওয়ায় সেখানে মানুষ চলাচলও বেশি৷ রাস্তার মধ্যে আন্নার এই স্কার্ট তুলে প্রতিবাদে অনেক যাত্রীই হতচকিয়ে যান৷ অনেকে সংকুচিত হয়েছেন৷ তাঁর সমালোচনা করতেও ছাড়েননি কেউ কেউ৷ কিন্তু আন্না নিজের জায়গায় অনড়৷ ‘আপস্কার্টিং’ আইনের বিরুদ্ধে তিনি নিঃশব্দে প্রতিবাদ জানিয়ে গিয়েছেন৷ একটি বাক্যও উচ্চারণ করেননি৷
ইউটিউবে এই ভিডিওর টাইটেল “What’s under my skirt?” তবে শুধু এখানেই থেমে থাকেননি তিনি৷ সঙ্গে একটি বার্তাও দিয়েছেন৷ সেখানে তিনি লিখেছেন, এটি একটি ভিডিও-ম্যানিফেস্টো৷ এর সাহায্যে তিনি একটি গুরুতর সমস্যার দিকে সকলের মনোযোগ আকর্ষণ করতে চেয়েছেন৷ সমাজ যা নিয়ে সাধারণত কোনও কথা বলে না, তা নিয়েই তিনি বলেছেন৷ তাঁর মনে হয়, আধুনিক বিশ্বের এটি নিয়ে সক্রিয়ভাবে আলোচনা করা উচিত৷ এই সমস্যার সমাধানের জন্য কোনও আইন পাশ করার অধিকার তাঁর নেই৷ সেই কারণে তিনি প্রতিবাদে নেমেছেন৷ ‘আপস্কার্টিং’ মহিলাদের জন্য অসম্মানজন৷ তিনি আশা করছেন সবাই ভিডিওটি শেয়ার করে তাঁর সঙ্গে প্রতিবাদে সরব হবেন৷