সংগৃহীত | ২৫ জুন ২০১৮ | ৯:৩৭ অপরাহ্ণ
হ্যাঁ ভাই, আমি শুনেছি এবং জানি Brazil পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন। কিন্তু সেমিফাইনালে ৭ গোল খেতে দেখেছি। দেখেছি David Luiz এর সেই কান্নাময় রক্তিম চোখ,দেখেছি মিনেইরো
Stadium এর সেলেসাও ভক্তদের অশ্রভেজা চোখ
মনে আছে এখনো আমার ব্রাজিল যখন পঞ্চম গোলটি হজম করলো তখন ক্যামেরাটা ছিলো ১০/১২ বছরের এক বালকের দিকে দেখেছি ঐ বালকের বুক ফাটা কান্না, দেখেছি সাবেক স্টাইকার রোনালদো মাইক্রোফোন হাতে কিভাবে বাকরুদ্ধ হয়ে আছে, দেখেছি ব্রাজিল সাপোর্টারদের আর্দশ ব্রাজিলিস্তাদের সবার প্রিয় দাদু
ক্লভিস ফার্নানদেসের বিশ্বকাপ রেপ্লিকা জড়িয়ে ধরা অশ্রহীন কান্না।
আর স্বীকার হয়েছি আর্জেন্টাইনদের মারাত্মক ট্রলের। অথচ আজকে তারা নীতি কথা শোনাচ্ছে। আরে ভাই ভুলিনি
ডেবিট লুইজের রক্তিম চোখ নিয়ে আপনাদের সেই মহত ট্রল, ভুলিনি
নেইমারের মেরুদণ্ড নিয়ে ট্রলটাও আর 7up তো আপনাদের রক্তে মিশে আছে যেটা নিয়ে এখনো ট্রল করেন। অথচ আজ কত নীতি কথা, কি সুন্দর সুন্দর লেখা। কেন ভাই তখন মনে ছিলো না ভবিষ্যত বলে কিছু আছে।
যাই হউক,
শুনলাম Next ম্যাচ আর্জেন্টিনা ড্র বা হারলে বিশ্বকাপ থেকে বাদ পড়ে যাবে।
কিন্তু আমরা ব্রাজিলিয়ান সাপোর্টারা তবুও চাই Argentina সেমি ফাইনাল পর্যন্ত বিশ্বকাপের সব ম্যাচ গুলাই খেলুক।
KingLeo এর যাদু আবার দেখতে চাই,
“ওরা বলেছিলো 7up
আর আমরা বলছি, Best Of Luck”