অনলাইন ডেস্ক | ১০ এপ্রিল ২০১৭ | ৩:৫০ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়া এলাকা থেকে জিহাদি বইসহ জেএমবির এক সক্রিয় নারী সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (১০ এপ্রিল) বেলা আড়াইটার দিকে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের অধিনায়ক মেজর শেখ নাজমুল আরেফীন পরাগ মোবাইল ফোনের ক্ষুদে বার্তায় বিষয়টি জানান।
তবে, আটক ওই জেএমবি সদস্যের নামপরিচয় সাংবাদিকদের জানাননি র্যাব কর্মকর্তা।
র্যাব-১৪ ভৈরব ক্যাম্পে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানানো হয়।