
ডেস্ক রিপোর্ট | রবিবার, ২৩ জানুয়ারি ২০২২ | প্রিন্ট
কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া শহরতলীর কাউতলী এলাকায় বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে খায়ের মিয়া (৪৫) নামে একজন নিহত হয়েছেন।
রোববার (২৩ জানুয়ারি) সকালে কাউতলী এলাকার ডাকবাংলো মোড়ে এ ঘটনা ঘটে। নিহত খায়ের মিয়া পৌর এলাকার নয়নপুর গ্রামের তাহের মিয়ার ছেলে।
ব্রাহ্মণবাড়িয়ার সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সুজন চক্রবর্তী ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার সকালে বালুবাহী একটি ট্রাক শহরের পুনিয়াউট এলাকা থেকে সুলতানপুরের দিকে যাচ্ছিল। পথে কাউতলী এলাকায় শহরমুখী একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক খায়ের মিয়া নিহত হয়।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাক ও ট্রাকের চালককে আটক করেছে পুলিশ। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
Posted ২:২৯ অপরাহ্ণ | রবিবার, ২৩ জানুয়ারি ২০২২
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar