
ডেস্ক | শুক্রবার, ১৩ মার্চ ২০২০ | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দু’পক্ষের সংঘর্ষে শামসুল হক চৌধুরী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় ৭ পুলিশ সদস্যসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। নিহত শামসুল হক চৌধুরী ওই এলাকার মৃত সওদাগর চৌধুরীর ছেলে। শুক্রবার (১৩ মার্চ) সকালের দিকে দুই দফায় উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আজ মসজিদ-মাদরাসার অর্থ আত্মসাতসহ বিভিন্ন বিষয় নিয়ে নূর আলী ও জয়নাল আবেদীনের পক্ষের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। এ নিয়ে একাধিকবার সংঘর্ষ হয় তাদের মধ্যে। এসব ঘটনায় উভয়পক্ষ মামলা দায়ের করেন। এই বিরোধের জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
পরে শুক্রবার সকালে আবারো দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় শামসুল হক চৌধুরী নামের একজন প্রতিপক্ষের ধাওয়া খেয়ে দৌড়ে পালানোর সময় পুলিশ তাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। সংঘর্ষে পুলিশের ৭ সদস্যসহ অন্তত ২৫ জন আহত হন। তাদের সরাইল ও জেলা সদর হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন টিটু বলেন, পুলিশের লাঠির আঘাতে শামসুল হক মারা যায়নি। আমরা ধারণা করছি সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
Posted ৮:০৫ অপরাহ্ণ | শুক্রবার, ১৩ মার্চ ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar