অনলাইন ডেস্ক | ২২ মার্চ ২০১৭ | ৯:৩৬ অপরাহ্ণ
১২ জনের মতো আহত হয়েছেন গুলিচালনার ফলে। সন্দেহভাজন ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে পুলিশ।
ব্রিটেনের পার্লামেন্টের বাইরে বিস্ফোরণ ও গুলির ঘটনা ঘটেছে। আক্রান্ত হওয়ায় পুলিশের কর্মকর্তারা দু’জনকে গুলি করেছেন। এ ঘটনায় পার্লামেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। পার্লামেন্ট এলাকা এড়িয়ে চলতে বলা হয়েছে স্থানীয় বাসিন্দাদের।
স্থানীয় সময় বুধবার (২২ মার্চ) বিকেল পৌনে ৩টার পার্লামেন্ট এলাকার ওয়েস্টমিনস্টার ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।
বিস্ফোরণ ও গুলির খবরে গাড়িতে চড়ে দ্রুত পার্লামেন্ট ছেড়ে গেছেন প্রধানমন্ত্রী টেরিজা মে। তিনি নিরাপদ আছেন বলে তার মুখপাত্রের তরফ থেকে জানানো হয়েছে। পার্লামেন্টের সদস্যদের ভেতরে নিজেদের কার্যালয়ে থাকতে বলা হয়েছে।
ঘটনার সময় পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব কমন্সে অধিবেশন চলছিল। বিস্ফোরণ ও গুলির খবরে তৎক্ষণাৎ অধিবেশন স্থগিত করা হয়। ঘটনাস্থলে স্কটল্যান্ড ইয়ার্ডসহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা ছুটে গেছেন।