অনলাইন ডেস্ক | ১২ জুলাই ২০১৮ | ৬:৪৭ অপরাহ্ণ
ব্রিটিশ মিডিয়ার নাক উঁচু স্বভাবের- কথা কমবেশি সবারই জানা। নিজেদের দলকে সবার ওপরে রাখা, প্রতিপক্ষকে খাটো করে দেখতে তাদের জুড়িমেলা ভার। ক্রোয়েশিয়াকেও হেয়প্রতিপন্ন করতে পিছপা হয়নি তারা। দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে এর শোধ নিলেন লুকা মদ্রিচ। হ্যারি কেনদের হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালের টিকিট কাটার পর ব্রিটিশ মিডিয়াকে ধুয়ে দিলেন ক্রোয়াট অধিনায়ক।
তিনি বলেন, ম্যাচের আগে ব্রিটিশ সাংবাদিক ও বিশেষজ্ঞরা আমাদের কোনো সম্ভাবনাই দেখেনি। তারা বলেছেন, আমরা ক্লান্ত দল। মৃত মানুষের মতো প্রাণহীনভাবে চলাফেরা করছি। তাদের সেসব কথাবার্তা আমাদের আরও তাতিয়ে দিয়েছিল। ওদের ধারণা ভুল প্রমাণ করতে আমরা মরিয়া ছিলাম। ওই সব লোকজনকে দেখিয়ে দিতে জয় পেতে বাড়তি তাগিদ অনুভব করেছিলাম। দেখিয়েও দিয়েছি। আশা করি তারা মোক্ষম জবাব পেয়ে গেছেন।
ব্রিটিশ মিডিয়ার প্রতি শুধু অসন্তোষই জানাননি মদ্রিচ। প্রতিপক্ষের প্রতি আরও শ্রদ্ধাশীল ও নম্র-ভদ্র হওয়ার পরামর্শ দিয়েছেন। এবারের আসরে গোল্ডেন বলের অন্যতম বড় দাবিদার বেইন স্পোর্টসকে বলেন, আমরা ক্লান্ত ছিলাম না। আমাদের কাছে বিশ্বকাপের সেমিফাইনালের গুরুত্ব ছিল অনেক। বেশ তাৎপর্যের সঙ্গে বিষয়টি নিই আমরা। আর্জেন্টিনা ম্যাচ বাদ দিলে টুর্নামেন্টে এটিই ছিল আমাদের সেরা ম্যাচ। আশা করি, এখন তারা বিষয়টি উপলব্ধি করতে পারবে।