হাবিবুর রহমান,যশোর: | ২৯ মার্চ ২০২০ | ১১:১৬ পূর্বাহ্ণ
মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশে ৮৫যশোর-১শার্শার সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিনের সার্বিক সহযোগিতায় শার্শার বাগআঁচড়ায় মরনঘাতী করোনা ভায়রাসের জীবাণু ধ্বংস রোধে রবিবার সকালে বাগআঁচড়া ইউনিয়ন পরিষদ চত্বরে সম্পূর্ণ নিজ অর্থায়নে বাগআঁচড়া ইউনিয়নের প্রত্যেক মসজিদে ৩কেজি ব্লিচিং পাউডার, সাবান ও স্প্রে মেশিন বিতরণ করেছেন বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াছ কবির বকুল।
এসময় চেয়ারম্যান বকুল বলেন, এই ব্যবস্থাপনা অনেক বড় একটি বিষয়। আমাদের অসাবধানতা আমাদেরকেই ভোগাবে। তাই আমরা যে ব্লিচিং পাউডার, সাবান ও স্প্রে মেশিন দিয়েছি সেটি মসজিদ, ওজুখানা ও বাথরুমের সঠিক ভাবে ব্যবহার করতে হবে। আমাদের সচেতন ও সতর্ক থেকে ১১টার আগে মসজিদ পরিষ্কার করতে হবে। ইউপি সদস্য ও গ্রামপুলিশদের বাগআঁচড়, সাতমাইল, জামতলা, বসতপুর সোনাতনকাটি ও মহিশা কুড়া বাজার ব্লিচিং পাউডারের পানি দিয়ে স্প্রে করার অনুরোধ করেন।