মাকসুদা আক্তার প্রিয়তি | ৩০ নভেম্বর ২০১৭ | ১১:০৪ অপরাহ্ণ
আমাদের ল্যান্ড ফোনে কল এসছে, তখন তো নাম্বার দেখা যেতো না। উনি সম্ভবত রিডায়াল করেছেন কারন কিছুক্ষণ আগেই উনার ছেলের সাথে আমি কথা বলেছিলাম।
ওপাশ থেকে বলছে ,” এই তুমি প্রেয়সী বলছ?” (প্রিয়তি নামটা হয়তো উনি গুলিয়ে ফেলেছেন)
আমি : না , কিন্তু আপনি কে ?
উনি: এই মেয়ে মিথ্যা কথা বল কেন? একটু আগে তুমি আমার ছেলের সাথে কথা বলেছ না?
আমি: ওহ ! জী! স্লামালাইকুম।
উনি: তুমি কি আমার ছেলের সাথে প্রেম করো ?
আমি: ইয়ে , মানে , আপনার ছেলে আমাকে পছন্দ করে, আর কুত্তার মতো পিছনে লেগে থাকে ।
উনি: এই মেয়ে, তুমি কি আমার থেকেও রূপসী হয়ে গেছো , আমার মেয়ের থেকেও রূপসী হয়ে গেছো যে আমার ছেলে তোমাকে পছন্দ করবে ? ?
উনি তারপর ফোনটা ঠাস করে মুখের উপর রেখে দিল, কিছু বুঝে উঠার আগেই। বুঝলাম না, এইখানে সুন্দরী প্রতিজগিতা কোথা থেকে এলো?
কে কে ঝারু, থুক্কু ঝারি খেয়েছেন প্রেমিক/ প্রেমিকার মায়ের কাছ থেকে হাত তুলুন তো দেখি।
**ওকে আমি কিন্তু কুত্তা শব্দটি ব্যবহার করিনি, মজার করার জন্য status এ add করেছি।