
ডেস্ক | বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২০ | প্রিন্ট
নাটোর শহরতলীর জংলী এলাকায় ছোট ভাইয়ের ক্ষুরের আঘাতে ওমর ফারুক (৪৭) নামে এক বড় ভাই খুন হয়েছে।
অভিযোগ উঠেছে, মঙ্গলবার বিকেলে জংলী মোড়ের একটি দোকানে বড় ভাই ওমর ফারুক বসে ছিলেন। এ সময় ছোট ভাই শাজাহান পেছন থেকে ক্ষুর দিয়ে গলায় আঘাত করে পালিয়ে যায়।
নিহত ওমর ফারুক জংলী এলাকার মৃত সিদ্দিক আলীর ছেলে এবং প্রাণের নাটোর কারখানার চুক্তিভিত্তি শ্রমিক।
ঘটনার প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় লোকজন আহত ফারুককে নাটোর আধুনিক হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টায় দিকে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ দিকে ঘটনার ঘটানোর পরপরই ঘাতক ছোট ভাই শাজাহানের স্বেচ্ছায় পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। রক্তমাখা ক্ষুর নিয়েই থানায় হাজির হন শাজাহান।
নাটোর সদর থানার অফিসার ইনচার্জ কাজী জালাল উদ্দীন ঘটনার সত্যাতা নিশ্চিত করে বলেন, পারিবারিক বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
Posted ৪:৪৪ অপরাহ্ণ | বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |