অনলাইন ডেস্ক | ১৫ জুন ২০১৮ | ৭:৫৪ অপরাহ্ণ
ভারতীয়দের সম্পর্কে কেমন মনোভাব পোষণ করতেন অ্যালবার্ট আইনস্টাইন, সেই ইঙ্গিত মিলল তার ডায়রিতে। সেখানে আইনস্টাইন লিখেছেন, ‘ভারতীয়রা শারীরিকভাবে পিছিয়ে পড়া প্রজাতি। উপমহাদেশের জলবায়ুর কারণেই ওরা ক্ষতিগ্রস্ত হয়েছে।’
তিনি একই মনোভাব পোষণ করতেন চীন ও শ্রীলঙ্কার নাগরিকদের সম্পর্কে। ১৯২২ সালের অক্টোবর থেকে ১৯২৩ সালের মার্চ মাস পর্যন্ত ভারতীয় উপমহাদেশের বিভিন্ন দেশে ঘুরেছিলেন আইনস্টাইন। সেই সময়েই এসব কথা লেখেন নোবেলজয়ী এই বৈজ্ঞানিক।
তিনি মনে করতেন, আধুনিক সভ্যতার থেকে অনেক পিছিয়ে আদিম জীবন যাপন করেন ভারতীয়রা। এর জন্য নাকি দায়ী ভারতীয় উপমহাদেশের জলবায়ু। তার জন্যই নাকি ভারতীয়দের মেধাও কম। চীনাদের সম্পর্কেও অবমাননাকর মন্তব্য করেন আইনস্টাইন। এর আগেও আইনস্টাইনের নানা বর্ণবিদ্বেষী মন্তব্যের কথা জানা গেছে।