অনলাইন ডেস্ক: | ০৭ জুলাই ২০১৭ | ৫:৪৮ অপরাহ্ণ
ভারতীয় বিমানবাহিনীর এএন-৩২ এয়ারক্র্যাফটের পাখায় পাওয়া গেল আট ফুট লম্বা এক অজগর। গত বুধবার বন্যপ্রাণী উদ্ধারকারী দল (এসওএস) গিয়ে প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টায় অবাঞ্চিত এ অতিথিকে উদ্ধার করে। খবর এনডিটিভির।
বন্যপ্রাণী উদ্ধারকারী এসওএস দলের একজন সদস্য সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘বিমানের ওই সংকীর্ণ জায়গা থেকে অজগরটি আমরা নিরাপদে উদ্ধার করতে চেয়েছি। আর এ জন্য ধৈর্য সহকারে অপেক্ষা করেছি, যাতে আমরা সাবধানে এটি স্থানান্তর করতে পারি।’
উদ্ধারের পর অজগরটি পর্যবেক্ষণে রেখেছে এসওএস দল। এটি সুস্থ ও স্বাভাবিক অবস্থায় আসলে প্রাকৃতিক বাসস্থানে ছেড়ে দেওয়া হবে।
ভারতীয় রক পাইথন মূলত ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কায় পাওয়া যায়। ১৯৭২ সালের বন্যপ্রাণী সুরক্ষা আইনে এটি সুরক্ষিত প্রজাতির মধ্যে পড়ে। এ সাপ বিষধর নয়। তবে এর গায়ে শক্তি অনেক বেশি।