অনলাইন ডেস্ক | ১৮ জুলাই ২০১৭ | ১০:০৪ অপরাহ্ণ
ভারতের রাজ্যসভা থেকে পদত্যাগ করেছেন সমাজবাদী পার্টির প্রধান ও উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী মায়াবতী। দেশটির উত্তরপ্রদেশে দলিতদের উপর অত্যাচার চলছে, কিন্তু সে বিষয়ে তাঁকে সংসদে বলতে দেওয়া হচ্ছে না- এই অভিযোগে গতকাল মঙ্গলবার সংসদে ঝড় তোলেন দাপুটে দলিত নেত্রী।
রাজ্যসভার সদস্যপদ থেকে তিনি পদত্যাগ করবেন বলে ঘোষণা দিয়ে সংসদ ছেড়ে বেরিয়েও যান তিনি। দলিত নির্যাতন ইস্যুতে বিজেপির বিরুদ্ধে ঝড় তোলার ইঙ্গিতও দিয়ে দিলেন।
এদিকে মায়াবতীর ইস্তফা গৃহীত হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করার যে পদ্ধতি অনুসরণ করতে হয়, সমাজবাদী পার্টির প্রধান তা অনুসরণ করেননি বলে জানা গিয়েছে।