অনলাইন ডেস্ক | ১৬ ফেব্রুয়ারি ২০১৮ | ৮:১১ অপরাহ্ণ
সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ২০টি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি। আটককৃত স্বর্ণের মূল্য ৪০ লাখ টাকা বলে জানায় বিজিবি। শুক্রবার দুপুরে বেনাপোলের ধান্যখোলা সীমান্ত থেকে স্বর্ণ জব্দ করা হয়।
এ সময় কোনো পাচারকারীকে আটক করা যায়নি।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক জানান, গোপন সংবাদে ভিত্তিতে জানা যায় বিপুল পরিমাণ স্বর্ণ নিয়ে এক চোরাকারবারি বেনাপোল ধান্যখোলা সীমান্ত দিয়ে ভারতে যাচ্ছে। এমন সংবাদে বিজিবি সদস্যরা ধান্যখোলা সীমান্তে অভিযান চালিয়ে ২০টি স্বর্ণের বার জব্দ করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারি পালিয়ে যায়। আটক স্বর্ণ বেনাপোল কাস্টমস হাউজে জমা দেয়া হয়েছে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে।