অনলাইন ডেস্ক | ১৫ আগস্ট ২০১৭ | ৭:৩১ অপরাহ্ণ
ভারতে বিশ্বাসের নামে কোনো ধরনের সংঘাত মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আজ মঙ্গলবার ভারতের দিল্লি শহরের লালকেল্লায় স্বাধীনতা দিবস উপলক্ষে দেওয়া এক ভাষণে মোদি এই মন্তব্য করেন।
নরেন্দ্র মোদি বলেন, ‘সন্ত্রাসবাদকে কোমল দৃষ্টিভঙ্গি দিয়ে দেখা যাবে না। ভারতে বিশ্বাসের নামে কোনো ধরনের সংঘাত মেনে নেওয়া হবে না।’
নতুন ভারত গড়ার প্রতিশ্রুতি দিয়ে স্বাধীনতা দিবসের ভাষণে মোদি বলেন, ‘আমাদের দেশে কোনো ছোট-বড় নেই। সবাই সমান। সবাই মিলে আমরা একটি ইতিবাচক পরিবর্তন আনতে পারি।’
কাশ্মীর সমস্যার সমাধান প্রসঙ্গে মোদি বলেন, ‘বাজে কথা কিংবা গালি দিয়ে কাশ্মীর সমস্যার সমাধান করা সম্ভব না। কাশ্মীরিদের আপন করে নেওয়ার মাধ্যমেই শুধু এর সমাধান হবে।’
সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী ভারতের প্রধানমন্ত্রী আরো বলেন, ‘আমি কাশ্মীরের তরুণদের বলব এবং আগেও বলেছি, গণতন্ত্রে আপনাদের কথা বলার অধিকার আছে।’ উত্তর প্রদেশ রাজ্যের গোরখপুরে একটি হাসপাতালে ৬০ শিশুর মৃত্যুর ঘটনা ও বিভিন্ন রাজ্যে বন্যা দুর্গত মানুষের প্রতি সমবেদনা জানান মোদি। এ সময় তিনি দুর্যোগ মোকাবিলায় সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান।