
ডেস্ক রিপোর্ট | বুধবার, ২৯ জুন ২০২২ | প্রিন্ট
ভালো কাজের প্রলোভনে অবৈধভাবে ভারতে যাওয়া ২৫ জন তরুণ-তরুণী দেশে ফিরেছেন। যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরে আসেন তারা।
মঙ্গলবার বিকেলে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ১৩ জন তরুণী এবং ১২ জন তরুণকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
ফেরত আসারা হলেন- জুনাইয়েদ শেখ, আরিফুল ইসলাম, ইমন আক্তার, মো. মোমিন, মো. মুন্না, সুবহা ফারাজি, খলিল শেখ, জাকির হোসেন, আবু সাইদ, জান্নাত হোসেন, রবিউল শেখ, মো. ফাইজুল, আমেনা আক্তার, হাসিফা খাতুন, এরকি খাতুন, খাদিজা খাতুন, রুখসানা খাতুন, আয়শা খাতুন, ইমিলি খাতুন, বিলকিস বেগম, রোজিনা খাতুন, হোসনেয়ারা আক্তার, শিরিনা খাতুন, লিপি আক্তার ও জুবাইদা খাতুন। তাদের বাড়ি নড়াইল, যশোর, গোপালগঞ্জ, বাগেরহাট, খুলনা, মাদারীপুর, রংপুর, হবিগঞ্জ ও কুড়িগ্রাম জেলায়।
বেনাপোল ইমিগ্রেশনের পরিদর্শক (তদন্ত) ইলিয়াছ হোসেন জানান, ঐ তরুণ-তরুণীরা সীমান্ত পথে পাসপোর্ট ভিসা ছাড়াই ভারতে গিয়ে পুলিশের কাছে আটক হন। এরপর আদালতের মাধ্যমে লিলুয়া ও সংগ্রাম নামে দুটি শেল্টার হোমে ২ থেকে ৫ বছর থাকেন। মঙ্গলবার বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফিরেছেন। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া জানান, থানার আনুষ্ঠানিকতা শেষে ফেরত আসা তরুণ-তরুণীদের তিনটি এনজিও’র কাছে হস্তান্তর করা হয়েছে।
জাস্টিস অ্যান্ড কেয়ার’র ফিল্ড অফিসার রোকেয়া বেগম জানান, ফেরত আসাদের যশোরে নিয়ে নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। এরপর তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Posted ৭:১০ পূর্বাহ্ণ | বুধবার, ২৯ জুন ২০২২
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar