আজকের অগ্রবাণী ডেস্ক: | ১৫ জুন ২০১৭ | ১০:৩৮ অপরাহ্ণ
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মোকাবিলা করবে চিরপ্রতিদ্বন্দ্বি ভারত ও পাকিস্তান। আগামী রোববার হবে ম্যাচটি। প্রথম সেমিফাইনালে স্বাগতিক ইংল্যান্ডকে পরাজিত করেছিল পাকিস্তান। আর দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশকে পরাজিত করে ভারত। দুই সেমিফাইনালই বলা যায়, একতরফা হয়েছিল।
ভারত এ নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে চতুর্থবার ফাইনালে খেলতে যাচ্ছে। অন্যদিকে পাকিস্তানের প্রথমবার ফাইনালে খেলছে। ভারত বর্তমান চ্যাম্পিয়নও।