অনলাইন ডেস্ক | ২২ জুলাই ২০১৭ | ১০:৫৫ পূর্বাহ্ণ
রাজধানীর মুগদায় ভাড়াটিয়া মশিউর রহমানের স্ত্রী রোকসানা রীমাকে কুপিয়েছেন বাড়িওয়ালার ছেলে মো. জিসান।
শুক্রবার দুপুরে মশিউর রহমান নামাজ পড়তে গেলে জিসান ঘরে ঢুকে রীমাকে কোপান। তবে কী কারণে রীমার ওপর জিসানের ক্ষোভ ছিল তা জানা যায়নি।
১৬২/১ দক্ষিণ মুগদায় জিসানদের বহুতল বাড়ি। বাড়িত তিনতলায় বাবা-মায়ের সঙ্গে জিসান থাকেন। আর ভাড়াটিয়া মশিউর রহমান স্ত্রীকে নিয়ে নিচতলায় থাকতেন।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, হামলার সময় জিসানের হাতে ধারালো অস্ত্র ও পিস্তল ছিল।
মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, বিষয়টি আমরা অবগত হয়েছি। ভিকটিমের পক্ষ থেকে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।