অনলাইন ডেস্ক | ১৬ জুন ২০১৮ | ১:৩৬ অপরাহ্ণ
২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের পর ফের ভুভুজেলার আগমণ হলো। তবে রাশিয়া বিশ্বকাপে এ ব্যাপারটি সমর্থকরা ভালোভাবে নেননি। উল্টো দুয়ো দিয়েছেন। জানাচ্ছেন যন্ত্রটি টুর্নামেন্টের সৌন্দর্য নষ্ট করছে।
গতকাল শুক্রবার ‘বি’ গ্রুপের ম্যাচে ইরান ও মরক্কো মুখোমুখি হয়। আর এ ম্যাচেই স্টেডিয়ামে আসা কিছু সমর্থককে ভুভুজেলা বাজাতে দেখা যায়। তবে মজার কথা উৎসবের এই জিনিসটি বিরক্তির কারণ হয়েছে। বিশেষ করে টিভি দর্শকদের জন্য। জানা যায়, কেউ কেউ নাকি খেলাচলাকালীন টিভির ভলিউম বন্ধ করতে বাধ্য হয়েছেন।
ক্রিস ব্রাউন নামে এক সমর্থক টুইটারে জানিয়েছেন, সাউন্ড বন্ধ করতে বাধ্য হয়েছি, ভুভুজেলার আতঙ্ক এর মূল কারণ। মন্ট গমেরি নামক আরেকজন লিখেছেন, ফিফাকে অবশ্যই এটা বন্ধ করতে হবে। ভুভুজেলা সবকিছু নষ্ট করছে।
গ্যারি সিম্পসন লিখেছেন, এটা রাশিয়া, দক্ষিণ আফ্রিকা নয়। গতকাল বিশ্বকাপে ইউরোপিয়দের দারুণ শুরু ছিল। এটা এখনই ধ্বসং করো না। ভুভুজেলাকে নামিয়ে রাখুন।