
ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি ২০২২ | প্রিন্ট
অবৈধ উপায়ে ইউরোপে পাড়ি জমানোর সময় ভূমধ্যসাগরে প্রাণ হারালেন আরও অন্তত ১৮ অভিবাসন প্রত্যাশী। একইসঙ্গে বুধবার তিন শতাধিক মানুষকে জীবিত উদ্ধার করে স্পেন কর্তৃপক্ষ।
স্বেচ্ছাসেবী সংস্থা ওয়াকিং বডার্স মাইগ্রেশনের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সিজিটিএন।
জানা গেছে, উদ্ধার করা ৩১৯ জনকে ক্যানারি আইল্যান্ডে নিয়ে গিয়েছে ওয়াকিং বডার্স মাইগ্রেশন।
এক বিবৃতিতে তারা জানিয়েছে, ৬টি ডিঙ্গি নৌকা থেকে ৩১৯ জনকে উদ্ধার করা হয়েছে। যাদের অনেকেই কাঠের নৌকার ভাঙা অংশে ঝুলে ছিলেন। এদের মধ্যে এক অন্তঃসত্ত্বা নারী, দুই শিশুসহ মোট ১০ জনকে হাসপাতালে দেয়া হচ্ছে জরুরি চিকিৎসা।
Posted ৩:৩৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি ২০২২
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar