
ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ২৮ জানুয়ারি ২০২২ | প্রিন্ট
গণমানুষের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশন আইন বাংলাদেশের ইতিহাসে এক ‘অনন্য মাইলফলক’ হিসেবে বিবেচিত হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন-সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘এই আইন প্রণয়নের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দিতে আরও একধাপ এগিয়ে যাবে।’
ওবায়দুল কাদের শুক্রবার সকালে তার বাসভবনে ব্রিফিংয়ের সময় এসব কথা বলেন।
গত বৃহস্পতিবার জাতীয় সংসদে ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল’ পাশ হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা,সংসদ সদস্যদের প্রতি আওয়ামী লীগের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান ওবায়দুল কাদের।
Posted ৭:৪০ অপরাহ্ণ | শুক্রবার, ২৮ জানুয়ারি ২০২২
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar