অনলাইন ডেস্ক | ০৭ অক্টোবর ২০১৭ | ৬:৪০ অপরাহ্ণ
ভোলার বোরহানউদ্দিনে পুকুরের পানিতে ডুবে ইসামনি (৯) ও সোহানা (৮) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা দুজন সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।
শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার বড়মানিকা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের উত্তর বাটামারা গ্রামে এ ঘটনা ঘটে।
ইসামনি ওই গ্রামের আবুল কালামের মেয়ে। সোহানা একই গ্রামের মো. সোহেলের মেয়ে।
ইসামনির চাচা কামাল হোসেন ও তাদের প্রতিবেশী মো. রফিক জানান, প্রতিদিনের মতো ইসামনি ও সোহানা খেলা করছিল। অনেকক্ষণ তাদের কোনো সাড়া-শব্দ না পেয়ে ইসামনির মা মিতু বেগম তাদের ডাকতে ডাকতে পুকুরঘাটে গিয়ে ইসামনিকে ডুবন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেন। তার চিৎকার শুনে সোহানার বাবা সোহেল ছুটে আসেন। তারা দুজন শিশু দুটিকে পানি থেকে তোলেন।
পরে ইসামনি ও সোহানাকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।