
পদ্মা ডেস্ক | সোমবার, ০৫ জুলাই ২০২১ | প্রিন্ট
খুলনায় চলন্ত ইঞ্জিন চালিত ভ্যানের চাকায় গলার ওড়না পেঁচিয়ে রাজিয়া খাতুন রিনা নামের এক নারী নিহত হয়েছেন। তিনি রূপসা উপজেলার শিরগাতি এলাকার কেএম হাবিবুর রহমানের স্ত্রী।
সোমবার সকাল পৌনে ৮টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের জয়পুরস্থ একটেল টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, হঠাৎ ওড়নার একটি অংশ চলন্ত ভ্যানের চাকার সঙ্গে পেঁচিয়ে যায়। এতে ওড়নার আরেক পাশের অংশ গলায় ফাঁস লাগে রিনার। এতে তিনি ঘটনাস্থানেই মারা যান।
রূপসা থানার ওসি সরদার মোশাররফ হোসেন বলেন, রাজিয়া খাতুন রিনা সকালে পূর্ব রূপসা ঘাট থেকে ইঞ্জিন চালিত ভ্যানে বাগেরহাটের উদ্দেশ্যে রওনা হন। পথে ভ্যানটি একটেল টাওয়ারের সামনে পৌঁছলে ভ্যানের চাকায় গলায় ওড়না পেঁচিয়ে ঘটনাস্থলে তিনি মারা যান।
Posted ১১:২৩ পূর্বাহ্ণ | সোমবার, ০৫ জুলাই ২০২১
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar