
ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ১৩ মে ২০২২ | প্রিন্ট
সিরাজগঞ্জ সদর উপজেলায় সেতু থেকে নিচে পড়ে নাইম সরকার নামে ব্যাটারিচালিত এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ সময় ভ্যানে থাকা এক যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার (১৩ মে) সকালে উপজেলার মহিষামুরা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাইম মহিষামুরা দক্ষিণপাড়া গ্রামের আনোয়ার সরকারের ছেলে।
সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম বলেন, সকালে বাজার করার জন্য ব্যাটারিচালিত ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন রেজাউল। পথে একজন যাত্রী উঠান তিনি। মহিষামুরা বাজার এলাকায় পৌঁছালে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি সেতুর নিচে পড়ে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় যাত্রী আহত হন। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Posted ৩:১৩ অপরাহ্ণ | শুক্রবার, ১৩ মে ২০২২
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar