অনলাইন ডেস্ক | ২৬ সেপ্টেম্বর ২০১৭ | ৭:০৪ অপরাহ্ণ
মজা করতে গিয়ে জেলে যেতে হলো প্লেবয় ম্যাগাজিনের সাবেক মডেল অ্যানজেলিকা হারতে’কে (৪০)। তবে তার বয়ফ্রেন্ড সহ অন্যদেরকে দেয়া হয়েছে শাস্তি। সাবেক এই মডেল সম্প্রতি মজা করে নিজের অপহরণ নাটক সাজান। এক বন্ধুর কাছে ছবি পাঠান। তাতে তার কাটা আঙুল দেখিয়ে বলা হয়, মুক্তিপণ দিতে হবে ৮ হাজার পাউন্ড। তার সঙ্গে এ ছবিতে ছিলেন তার বয়ফ্রেন্ড ড্যারেন ফিটজপ্যাট্রিক।
অ্যানজেলিকা হারতে দাবি করেছেন, এটা ছিল বরফে একটি জোক বা মজা। কিন্তু এ বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে পুলিশ। এরই মধ্যে বার্মিংহামের নেভিলে রোডে তার বাড়িতে তল্লাশি চালিয়েছে তারা। অ্যানজেলিকা হারতে আসলেই বেঁচে আছেন, সুস্থ আছেন না কি সত্যি কোনো জটিলতায় পড়েছেন তা নিশ্চিত হতেই তাদের ওই তল্লাশি। তারা ওই ‘জোক’কে আর জোক বা মজা হিসেবে নেন নি। এ ঘটনায় হারতে ও তার ২৪ বছর বয়সী বয়ফ্রেন্ড ড্যারেন ফিটজপ্যাট্রিকে গ্রেপ্তার করে পুলিশ। এ নিয়ে বার্মিংহাম ক্রাউন কোর্টে শুনানি হয়। সেখানে বলা হয়, হারতে যে বান্ধবীর কাছে ওই মুক্তিপণের দাবি করে মজা করেছিলেন তিনি এর আগে অপহৃত হয়েছিলেন। তিনি ড্যারেনের কাছ থেকে ফেসবুক ম্যাসেজের মাধ্যমে ৪ঠা মার্চ থেকে বার্তা পাওয়া শুরু করেন। এতে বলা হয়, যদি আপনি অ্যানজেলকে দেখতে চান তাহলে নিউ স্ট্রিট স্টেশনে একটি ব্যাগে করে ৫ হাজার পাউন্ড পৌঁছে দেবেন। এক ঘন্টা করে বিলম্ব হলে আমরা তার একটি করে আঙ্গুল কেটে ফেলবো। এ নিয়ে বিচারে আদালত ড্যারেনকে আট মাসের জেল দিয়েছে। একই সঙ্গে তাকে বেতন ছাড়া ২০০ ঘন্টা কাজ করার নির্দেশ দেয়। অন্যদিকে হারতেকে সাত মাসের জেল দেয়া হয়। দু’বছরের জন্য বরখাস্ত করা হয়।