নিজস্ব প্রতিবেদক: | ১৬ জুলাই ২০১৭ | ৩:২৫ অপরাহ্ণ
দীপ্ত টিভির ধারাবাহিক নাটক অপরাজিতা ইতোমধ্যেই জনপ্রিয়তা পেয়েছে। এই নাটকের অন্যতম চরিত্র সুনন্দ। চার বোনের এক ভাই। যার লক্ষ্য পাওয়া না পাওয়া, বা চাওয়া পাওয়ার মাধ্যমে নিজেকে একটি পর্যায়ে নিয়ে যাওয়া । এই নিয়ে নানা রকম পরিবারিক দ্বন্দে নাটকটি গল্প দর্শকদের মন কাড়তে সক্ষম হয়েছে। অপরাজিতার সুনন্দ এই প্রজšে§র গুণী অভিনেতা আতিক রহমান । ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নাট্যকলায় অনার্স ও মাষ্টার্স ডিগ্রী নিয়ে অভিনয়ের প্রতি ধ্যাণ জ্ঞানে মন দিয়েছেন। টিভি মিডিয়ায় তার যাত্রা শুরু ২০০৮ সালে। বাংলা ভিশনে প্রথম নাটক প্রচারিত হয় । ২০১১ তে নাট্যকার গোলাম সোহরাব দোদুল এর পরিচালনায় ধারাবাহিক নাটক “ সাতকাহন ” তার অভিনয়ের জীবনের টানিং পয়েন্ট। টিভির পাশাপাশি মঞ্চেও সরব আতিক। ইতোমধ্যে তার অভিনীত মঞ্চ নাটক নিয়ে
দেশের বাইরে লন্ডন , ম্যানচেষ্টার , স্কটল্যান্ডও শো করে এসেছেন আতিক রহমান। ঢাকা বিশ্ব বিদ্যালয়ের প্রাক্তণ ছাত্র ছাত্রীদের নিয়ে গড়া নাট্য সংগঠন থিয়েট্রেক্স বাংলাদেশ, রেপার্টরী থিয়েটার, তুরঙ্গমী ডান্স থিয়েটারে কাজ করছেন নিয়মিত ভাবে। ডান্স থিয়েটার এর নাটক ওয়াটারনেস যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের উপর রচিত। এই নাটকে রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্রে অভিনয় করছেন তিনি। রেপার্টরী গ্রুপ মুকুল এন্ড গেট্টু টাইগার, অস্কার এন্ড দ্যা লেডি ইন পিংক এ মাইন চরিত্রে অভিনয়এবং নাটকটির নাট্যরুপ তার দেয়। সাম্প্রতিক সময়ে টেলিভিশন নাটকে অপরাজিতার পাশাপাশি,এ্যাকশন আওয়ার এর নাটক দৌড়-ডিরেক্টর,, রাহাত কবির, অফ বিট ডিরেক্টর গোলাম সোহরাব দোদুল এর নাটকে অভিনয় করেছেন। মঞ্চ ও টিভির এই প্রজন্মের জনপ্রিয় অভিনেতা আতিক রহমান নিজের এ্যাক্টিং ভাবনা নিয়ে বলেন -“আমি ভাল ভাল এবং চ্যালেনজিং চরিত্র করতে চাই যাতে করে দর্শক আমাকে মনে রাখে । সেই সুযোগ পাওয়ার আশা রাখি ডিরেক্টরদের কাছ থেকে।”