অনলাইন ডেস্ক: | ০১ জুলাই ২০১৭ | ৮:৩৮ অপরাহ্ণ
মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কার একটি মদের দোকানে শুক্রবার সকালে হানা দিয়েছে এক অপ্রত্যাশিত অতিথি। বিখ্যাত লেমন ক্রিক ওয়াইনারির একটি দোকান ঘুরে দেখতে আসে একটি ভালুক।
দোকানের কর্মচারী রজার থিবোডু ভালুকের হানা দেয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। ভিডিওতে দেখা যায় ভালুকটি দোকানের সামনের দরজা দিয়ে প্রবেশ করেছে এবং যেখানে ক্যান্ডি রাখা আছে সেখানে খাওয়ার জিনিস খুঁজছে। পরে ভালুকটিকে ধাওয়া দিলে দোকান থেকে সেটি বের হয়ে যায়।
প্রথমে তার মনে হয়েছিল এটি একটি কুকুর, কিন্তু পরবর্তীতে এর নাক দেখে বুঝতে পারেন তার দোকানে হানা দিয়েছে জংলি ভালুক। সেই সময়ে তার আতঙ্কের কথা ব্যক্ত করে তিনি বলেন, হে ঈশর! আমার মনে হয় আমি এবারই একটি ভালুকের এত কাছাকাছি ছিলাম। বলতে গেলে ভালুকটি দেখার পরে আমি হতবুদ্ধি হয়ে গিয়েছিলাম। বিবিসি।