আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি | ২৮ জানুয়ারি ২০১৮ | ৩:০১ অপরাহ্ণ
ফরিদপুরের মধুখালী উপজেলার বিভিন্ন বাজারে গণসংযোগ করেছেন বাংলাদেশ কৃষকলীগের অন্যতম সহ-সভাপতি, ফরিদপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আরিফুর রহমান দোলন।
শনিবার দিনব্যাপী তিনি উপজেলার নওপাড়া বাজার, আমডাঙ্গা বাজার, উথলী আমডাঙ্গা, ভুষনা বাজার, গোয়ালবাড়ি বাজারসহ প্রত্যন্ত অঞ্চলে গণসংযোগ করেন।
এ সময় তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলেন ও মতবিনিময় করেন। স্থানীয়রা তাকে কাছে পেয়ে নিজেদের সুখ-দুঃখ ও সুবিধা-অসুবিধার কথা জানান।
মতবিনিময়কালে জাতীয় সাপ্তাহিক ‘এই সময়’ ও পাঠকপ্রিয় নিউজ পোর্টাল ‘ঢাকাটাইমস’ সম্পাদক দোলন বলেন, আগামী নির্বাচনে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিতে হবে।
তিনি আরও বলেন, ফরিদপুর-১ আসনের আরও উন্নয়ন করতে হলে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। কারণ আওয়ামী লীগ ক্ষমতায় এলে এই অঞ্চলের উন্নয়ন হয়।
গণসংযোগে উপস্থিত ছিলেন, নওপাড়া ইউপি আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নিস্তারুল ইসলাম, নওপাড়া ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শরীফুল করিম সজল, সাধারণ সম্পাদক এনায়েত হোসেন, মধুখালী মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য আবুল হাসেম, আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগ নেতা মুজাহিদুল ইসলাম নাঈম প্রমুখ।