আরিফুর রহমান দোলন | ৩১ মার্চ ২০২০ | ২:০২ অপরাহ্ণ
এখন সময় মানু্ষের পাশে দাঁড়াবার। মানুষের সম্মিলিত উদ্যোগই পারে যে কোন দুর্যোগকে রুখে দিতে। করোনা ভাইরাসজনিত দীর্ঘ ছুটিতে দিনমজুর, ছিন্নমূল মানুষেরা যাতে অনাহারে, অর্ধাহারে না থাকে সেজন্য আমাদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে স্বাস্থ্য নির্দেশিকা দিয়েছে তা মেনে চলার জন্য পর্যাপ্ত Musk, PPE যেন সংশ্লিষ্টরা পায় সেই উদ্যোগও ব্যক্তি, গোষ্ঠি, সংস্থা পর্যায়ে নেওয়া দরকার।
সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ইতিমধ্যে পাঁচ হাজার Musk, দুই শতাধিক PPE কিনেছি। অচিরেই আলফাডাঙ্গা, বোয়ালমারী, মধুখালী, এলাকার সংশ্লিষ্টদের মধ্যে বিতরণ করবো। এছাড়া সুবিধা বঞ্চিতদের মধ্যে খাদ্য বিতরণ করা খুবই প্রয়োজন। আমি যতটুকু পারি করবো, আপনি, আপনারাও অনুগ্রহ করে যার যতটুকু সক্ষমতা অংশ নিন এই কাজে। সকলের সম্মিলিত এই চেষ্টাই পারে দুর্যোগ রুখে দিতে।
‘সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে’।
আরিফুর রহমান দোলন
সম্পাদক
ঢাকাটাইমস ও এই সময়