নিজস্ব প্রতিবেদক: | ০৩ আগস্ট ২০১৭ | ৭:০১ অপরাহ্ণ
জাতীয় পার্টি (জাপা) মন্ত্রিসভা থেকে বেরিয়ে যেতে চাইলে মহাজোট নেতা আওয়ামী লীগ কোনো বাধা দেবে না বলে সাফ জানিয়ে দিলেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার সকালে জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ‘প্রধানমন্ত্রী চাইলে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করবে জাপা’ শীর্ষক বক্তব্য দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ওবায়দুল কাদের এ কথা জানান।
তিনি বলেন, তারা (জাপা) যদি সরকারে না থাকতে চান, চলে যেতে পারেন, আমরা কোনো বাধা দেবো না। তারা কখন যাবে, এটা তাদের নিজেদের ব্যাপার। যখন খুশি, তারা যদি যেতে চান, যেতে পারেন।
রাজধানীর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে মাদক বিরোধী সেমিনারে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এ বিষয়ক এক প্রশ্নের জবাবে এ কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
তবে প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদের বক্তব্যের প্রতি ইঙ্গিত করে তিনি এও বলেন, আমার মনে হয় না তারা ..। এমন কোন ইশারা ইঙ্গিত এই বক্তব্য থেকে বোঝা যায় না যে তারা সরকার থেকে চলে যাবেন। এমন কোনো ইঙ্গিত আমরা পাইনি। তবে এমন কোনো সংকটে আমরা পড়িনি যে, তারা চলে গেলে আমাদের ওপর আকাশ ভেঙে পড়বে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এখন মহাজোট নেই, ঐকমত্যের সরকারে তাদের মন্ত্রী আছে। সাবেক প্রেসিডেন্ট, জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ নিজেও তো প্রধানমন্ত্রীর বিশেষ দূত, পতাকাবাহী গাড়িতে চলেন।
এ সময় এরশাদ ছাড়াও সরকারে থাকা জাতীয় পার্টির মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের প্রসঙ্গ টানেন সড়ক ও সেতু মন্ত্রী।