
ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ০৬ জুলাই ২০২১ | প্রিন্ট
মশক নিয়ন্ত্রণ কার্যক্রমে ভবন মালিক সমিতিকে সম্পৃক্ত করতে ওয়ার্ড কাউন্সিলরদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
মঙ্গলবার সকালে দক্ষিণ সিটির সাধারণ সংরক্ষিত আসনের কাউন্সিলররা, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা, মশক নিয়ন্ত্রণ কার্যক্রম সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে দিক-নির্দেশনামূলক এক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ আহ্বান জানান তিনি।
ডিএসসিসি মেয়র বলেন, আপনারা ফ্ল্যাট-অ্যাপার্টমেন্টভিত্তিক ভবনের মালিক সমিতির সঙ্গে কথা বলবেন। সমিতির সভাপতি, সাধারণ সম্পাদককে অনুরোধ করবেন। তাদের আঙ্গিনা, বাসা-বাড়ির বিভিন্ন জায়গায় যেন মশককর্মীরা ঢুকতে পারেন। আমরা দেখেছি বাসা-বাড়ির আনাচে-কানাচে, বিভিন্ন সামগ্রী, চাকা, পরিত্যক্ত প্লাস্টিকের বোতল-পাত্রে পানি জমে থাকার কারণে মশার বিস্তৃতি হচ্ছে।
মশক নিয়ন্ত্রণ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, আপনারা চাহিদা দেবেন, যেখানে যা লাগবে আমাদের জানাবেন। এই কার্যক্রমকে সুচারুরূপে বাস্তবায়ন করবেন।
মশক নিয়ন্ত্রণ কার্যক্রম আরো গতিশীল করতে হবে জানিয়ে মেয়র তাপস বলেন, ডেঙ্গুর প্রকোপ কিছু বৃদ্ধি পাচ্ছে। আমরা দেখছি, হাসপাতালগুলোতে কিছু রোগী ভর্তি হচ্ছে। সুতরাং ওয়ার্ডে ওয়ার্ডে আপনাদের তদারকি আরো বৃদ্ধি করতে হবে। আপনাদের নেতৃত্বে গতবারের ন্যায় ইনশাআল্লাহ আমরা এবারও সফল হব।
এ সময় ডিএসসিসি মেয়রের সঙ্গে নগর ভবন প্রান্তে কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. শরীফ আহমেদ, সচিব আকরামুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
Posted ৫:০১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ জুলাই ২০২১
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar