অনলাইন ডেস্ক | ০৯ এপ্রিল ২০১৭ | ১১:২৩ পূর্বাহ্ণ
রাজধানীর মহাখালীতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কেন্দ্রীয় গুদামে লাগা ভয়াবহ আগুন এখনো পুরোপুরি নেভেনি। সেখান থেকে এখনো ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে। সকালে ফায়ার সার্ভিসের আরো দুটি গাড়ি আগুন নেভানোর কাজে যোগ দিয়েছে। আগুন লাগার স্থলে ফায়ার সার্ভিসের গাড়ি সরাসরি পৌঁছাতে না পারায় আগুন নেভাতে বেশি সময় লাগছে।
ইতিমধ্যেই ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিটের দীর্ঘ সাড়ে ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার রাত সাড়ে ১২টায় সরকারি স্যালাইনও জন্মনিয়ন্ত্রণ পিলের টিনশেড ওই গুদামে আগুন লাগে। পরে তা ভোর পৌনে ৫টার দিকে নিয়ন্ত্রণে আসে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা মাহমুদ হাসান।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, টিনশেড ভবনটির টিনের ফাঁক দিয়েও আগুন নেভানোর চেষ্টা করে তাতে ব্যর্থ হয় ফায়ার সার্ভিস। পরে ভবনটির সামনের দরজা ভেঙে পানি ছিটানো হলে চারঘণ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
উল্লেখ্য, স্বাস্থ্য অধিদপ্তার এই গুদাম থেকেই খাবার স্যালাইন ও পিল সারাদেশের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে সরবরাহ করত।