অনলাইন ডেস্ক | ২৮ সেপ্টেম্বর ২০১৭ | ৪:৩৯ অপরাহ্ণ
হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে আঁকা কার্টুন ফেসবুকে পোস্ট করেছেন ডেনমার্কের অভিবাসন মন্ত্রী ইঙ্গার স্টইবার্গ। এক জাদুঘর কার্টুনটি প্রদর্শন করেনি৷ তার প্রতিবাদ জানাতেই কার্টুনটি ফেসবুকে দিয়েছেন বলে জানিয়েছেন তিনি। এ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। অনেকেই ইঙ্গারের কাণ্ডজ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন।
কয়েকদিন আগে অভিবাসীদের বিরুদ্ধে তাঁর ও ডেনিশ সরকারের কঠোর অবস্থান ছবির মাধ্যমে প্রকাশ করেও বিতর্কের জন্ম দিয়েছিলেন ইঙ্গার স্টইবার্গ। সেবার অভিবাসীদের বিরুদ্ধে তাঁর মন্ত্রণালয়ের পঞ্চাশতম বিধিনিষেধ আরোপ উদযাপন করেছিলেন ‘৫০’ লেখা কেক কেটে৷ কেক কাটার সেই ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ারও করেছিলেন ডেনমার্কের বিতর্কিত এই রাজনীতিবিদ।
গেল মার্চে বিতর্কের জন্ম দিয়েছিল ডেনমার্কের নাগরিকদের উদ্দেশ্যে জানানো তাঁর একটি আহ্বান। ডেনমার্কে অবৈধভাবে যাঁরা পিজার দোকানে কাজ করছেন, তাঁদের ধরিয়ে দেয়ায় জনসাধারণকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছিলেন তিনি। নাগরিকদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন, ‘‘আপনার এলাকার কোনো পিৎসারিয়ায় গিয়ে যদি দেখেন যারা কাজ করছে, তারা ডেনিশ না বলে অন্য ভাষায় বেশি কথা বলছে, তাহলে সঙ্গে সঙ্গেই পুলিশকে খবর দেবেন।’’ এমন আহ্বানের কারণ জানাতে গিয়ে বলেছিলেন, ‘‘পুলিশ ডেনমার্কের প্রতিটি ঘরে গিয়ে তল্লাশি চালাবে, এমনটি আশা করা ঠিক নয়।’’
অভিবাসীদের বিরুদ্ধে কঠোর দৃষ্টিভঙ্গির জন্য পরিচিত ইঙ্গার স্টইবার্গ গত বুধবার ফেসবুকে হযরত মুহাম্মদ (সা.)-এর এমন এক ক্যারিকেচার পোস্ট করেন, যা দেখে মনে হয় নবির পাগড়িতে বোমা রয়েছে, আর সেই বোমার ফিউজটা জ্বলতে শুরু করেছে৷
কার্টুনটি অবশ্য নতুন নয়৷ ২০০৫ সালে ডেনমার্কের এক দৈনিকে এই কার্টুন প্রকাশিত হওয়ায় বিশ্ব জুড়ে তোলপাড় শুরু হয়েছিল৷ প্রতিবাদ, বিক্ষোভ এবং দাঙ্গায় সারা বিশ্বে অন্তত ৫০ জন প্রাণ হারিয়েছিল।
বিশ্লেষকদের মতে এমন পোস্ট দিয়ে ইঙ্গার স্টইবার্গ সাম্প্রদায়িকতাকে উস্কে দিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে চেষ্টা করছেন। কোন ধর্ম অশান্তির বার্তা প্রচার করে না। কোন মহামানব অশান্তির বার্তা প্রচার করে না। যুগে যুগে সৃষ্টিকর্তা মহামানবদের পৃথিবীতে পাঠিয়েছেন মানুষের ভুল-ত্রুটি শুধরে দিতে। কিন্তু, কিছু মানুষ ধর্মের ভুল ব্যক্ষা দিয়ে বিতর্ক তৈরি করে তা জিইয়ে রাখার চেষ্টা করে নানা স্বার্থের কারণে। একজন দায়িত্বশীল মানুষ হয়ে এমন কার্টুন প্রকাশ করে নিজের অজ্ঞতারই জানান দিয়েছেন মন্ত্রী ইঙ্গার স্টইবার্গ।
এমন কার্টুন কেন ফেসবুকে পোস্ট করলেন? ইঙ্গার স্টইবার্গ জানান, সম্প্রতি ডেনমার্কের একটি জাদুঘরের প্রদর্শনীতে ছবিটি রাখা হয়নি। জাদুঘর কর্তৃপক্ষের এ সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই নাকি ছবিটি ফেসবুকে পোস্ট করেছেন। তাঁর মতে, ‘‘এটি জাদুঘর কর্তৃপক্ষের নিজস্ব সিদ্ধান্ত। এমন সিদ্ধান্ত নেয়ার অধিকার অবশ্যই আছে তাদের। তবে আমি মনে করি, এটা খুবই লজ্জাজনক কাজ হয়েছে। আমি সত্যিই বিশ্বাস করি যে, মুহাম্মদ (সা)-এর এই কার্টুনটি নিয়ে আমাদের গর্ব করা উচিত।’’