নিজস্ব প্রতিবেদক: | ২৭ আগস্ট ২০১৭ | ১১:৪১ অপরাহ্ণ
গোপালগঞ্জ জেলার কাশিয়ানীর থানার মহেশপুর ইউনিয়নে বিএনপির উদ্যোগে সদস্য নবায়ন ও সংগ্রহ অভিযান কর্মসূচি পালিত হয়েছে।
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের নির্দেশে এ কর্মসূচি পালন করা হয়।
রবিবার বিকালে অনুষ্ঠিত এ কর্মসূচির উদ্বোধন করেন কাশিয়ানী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মোল্যা।
মহেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদাৎ চৌধুরীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন মহেশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি তোতা মিয়া, যুগ্ন সম্পাদক মিটাস, উপজেলা কৃষক দল নেতা শেখ আলমগীর, ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক কামাল, যুবদল নেতা বুলবুল, কাশিয়ানী উপজেলা ছাত্রদলের সহ সভাপতি তারেক, মহেশপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মিলন খান, ছাত্রদল নেতা রনি খান, রুবেল, ইমরানসহ আরো অনেকে।